স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে ।
সোমবার সকালে উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সচেতন নাগরিক কমিটির (সনাক) ও টিআইবির সহযোগীতায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আরব আলী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী ।
অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আক্তার , টিাইবির সামছুন্নাহার রিনা, মহিলা সমিতির সাধারণ সম্পাদক মলিনা দত্ত প্রমুখ
জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন