মুক্তাগাছায় টিসিবি বিতরণ নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা ইউএনও'র স্টাফ রিপোর্টার, ১৯ মার্চ মুক্তাগাছায় রমজান উপলক্ষে উপজেলায় টিসিবি বিতরণ নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা হয়েছে। ১৯ মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের ডিলার, পণ্য বিতরণ স্থান বিষয়ে বলেন, ইউএনও আবদুল্লাহ আল মনসুর। জানান, পৌরসভা ও ইউনিয়নে ১৮ হাজার ১'শ ৫৩ জন কার্ডধারীর প্রতে্যেকের মধ্যে প্রথম ধাপে ২ কেজি সয়াবিন তেল,২কেজি মশুর ডাল ২ কেজি চিনি বিতরণ করা হবে। পরে সোলা বিতরণ করা হবে। এসময় মুক্তাগাছা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন