মনোনেশ দাস : শারীরিক প্রতিবন্ধী মানুষদের জীবনযুেেদ্ধ বেঁচে থাকার লড়াই , স্বাবলম্বী, আতœনির্ভরশীল হওয়ার গল্প দেখি । পশু পাখিদের মধ্যেও এমনটা ঘটে ।
সম্প্রতি ময়মনসিংহের মুক্তাগাছায় এক পা বিশিষ্ট প্রতিবন্ধী এক শালিক পাখি দেখা গেল । পাশে কয়েকটি শালিক তাকে আগলে রাখছে বা তাদের ঝাঁকে দেখা গেছে ।
নগরায়ণের প্রতিযোগীতায় বড় গাছ পালা কমে যাওয়ায় আবাসস্থলের অভাব, কীটনাশকের প্রয়োগে প্রাকৃতিক খাবার কমে যাওয়ায় খাদ্য সংকটে ভূগছে ওরা । নানা সংকটে পাখিরা যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে এসব লড়াইয়ের সাথে প্রতিবন্ধিতা জয় করে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই শালিক।
জানা গেছে, পাখিরা শ্রেণিভেদে ফুলের মধু, পরাগ রেণু, কীটপতঙ্গ, আবার কারো মাছ পছন্দের খাবার হলেও এসব খাবারের উৎসের অভাব থেকেই যাচ্ছে।
প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট ও ডিজিটাল সভ্যতায় সুষ্ঠু বেঁচে থাকার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে পাখিরা । এসব মোকাবেলার পাশাপাশি শারিরীক প্রতিবন্ধকতা জয় করে টিকে থাকা শালিক জীবন যুদ্ধের এক অনুকরণীয় দৃষ্টান্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন