photo

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বিদ্যুতের চাহিদা বেড়েছে ময়মনসিংহে

সংবাদদাতা, ৪এপ্রিল, ২০২২
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন সেচ, গ্রীষ্ম ও পবিত্র রমযান মাসে বিদ্যুতের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়ে ১৪৪ মেগাওয়াটে দাঁড়িয়েছে। যা চাহিদার অনেক বেশি ।
মুক্তাগাছাস্থ প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম গ্রাহকদের ফেসবুকে জানিয়েছে, গ্যাস স্বল্পতা, গ্রীড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের লো-ভোল্টেজ সমস্যায় জাতীয় গ্রিডে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে না।
জাতীয় গ্রীড হতে সরবরাহকৃত লোডের পরিমাণ ৮৪ মেগাওয়াট। চাহিদার তুলনায় লোড সরবরাহ কম হওয়ায় ঘাটতি লোড ৪০ মেগাওয়াট যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল এলাকায় এন এল ডি সি ( জাতীয় লোড ডেসপাস সেন্টার) এর নির্দেশনায় গ্রীড উপকেন্দ্র হতে লোড শেডিং দেওয়া হচ্ছে।
্ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সেচ, গ্রীষ্ম ও পবিত্র রমযান মাসে বিদ্যুতের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়ে ১৪৪ মেগাওয়াটে দাড়িয়েছে। বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সেচ, গ্রীষ্ম ও পবিত্র রমযান মাসে বিদ্যুতের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়ে ১৪৪ মেগাওয়াটে দাড়িয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: আক্তার হোসেন জানান,  উপরোক্ত কারণে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সম্মানিত গ্রাহক সাধারণকে ধৈর্য সহকারে লোড শেডিং পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন