মুক্তাগাছা , ২১ মে
মুক্তাগাছায় মধুপুর- ময়মনসিংহ জাতীয় মহাসড়ক ( এন- ৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৪ ধারার নোটিশ প্রদান কার্যক্রম এর উদ্বোধন হয়েছে ।
আজ শনিবার ২১ মে বিকালে ভাবকীর মোড় এলাকায় উদ্বোধন করেন,
প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ।
প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয়েছে ২৩৫ বছর আগে। এই ২৩৫ বছর পর আমাদের এই নতুন রাস্তা হচ্ছে । এটি ভাবা যায় ? এটি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের দক্ষতা উন্নয়নের ফসল হল এই বাইপাস । ২৩৫ বছরে এই একটি রাস্তাই ছিল। এই রাস্তা দিয়ে গোয়ালন্দ হয়ে বোম্বে গিয়ে হজে¦ যেতে হত । যেতে ৩ মাস আসতে ৩ মাস সময় লাগতো । এলাকাবাসী চোখের জলে বিদায় দিত।
ময়মনসিংহ জেলা প্রশাসন এবং সড়ক বিভাগ আয়োজনে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক । বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছা পৌরসভার মেয়র মো: বিল্লাল হোসেন সরকার, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, ওয়াহেদুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়রম্যা্ন মো: আরব আলী প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন