photo

শনিবার, ২৫ জুন, ২০২২

মুক্তাগাছায় ভেজাল শিশুখাদ্য বিক্রি হচ্ছে নকল টাকার মোড়কে


 
মনোনেশ দাস
মুক্তাগাছায় ভেজাল শিশুখাদ্য নকল টাকার মোড়কে বিক্রির অভিযোগ উঠেছে। পাঁচশ ও এক হাজার টাকার নোট আকারে ও বর্ণে হুবুহু হওয়ায় শিশুরা আকর্ষিত হচ্ছে ।
কেক, বিস্কুট , আইসক্রিম ও অন্যান্য শিশুখাদ্যের প্যাকেটে এসব টাকা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে । নিন্মমানের এসব খাবার শিশুদের দাঁত, মাড়ি ক্ষতিগ্রস্থ করছে । পোড়া তেল, মবিল পেটে গ্যাস জমা হয়ে নানান রোগ সৃষ্টি করছে । অপরদিকে ছোট বয়সে টাকার অনুকরণে এসব নোট শিশু মনের সুষ্ঠু চলার গতিতে নানান বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। অপরাধ প্রবণতার দিকেও ঝুঁকতে পারে বলে চিকিৎসকদের দাবি। শিশু জীবনের অন্যতম প্রয়োজনীয় শিক্ষা। কাঁচা বয়সে ছোট থেকেই এসব টাকা জীবনের যে কোনও পরিস্থিতিতে সহজেই মানিয়ে চলতে অসুবিধা সৃষ্টি করতে পারে ।
অভাবে থেকে সততার শিক্ষা না নিয়ে বিপথগামী হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে । শখ পূরণে এসব টাকা প্রতারণামূলক প্রয়োগের আশঙ্কা রয়েছে ।
আজ শনিবার বিকালে উপজেলার চেচুয়া বাজারে একটি পান দোকানে নকল টাকায় এরসব শিশুখাদ্য বিক্রি করতে দেখা গেছে । বিক্রেরা বলেন, লাভের আশায় বিক্রি করি । তাছাড়া টাকার গায়ে নমুনা টাকা লেখা আছে ।
স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, দূর থেকে দেখলে আসল টাকা মনে হয় । শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, এসব ঠিক না । বাজারে অনেকদিন ধরেই বিক্রি হচ্ছে । সচেতন মানুষ এসব বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
এব্যাপারে জানাতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন