photo

রবিবার, ২৬ জুন, ২০২২

মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষনা ২০২২- ২৩

 

ময়মনসিংহ মুক্তাগাছা পৌরসভার ২০২১- ২২ সংশোধিত এবং ২০২২- ২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
রবিবার ২৬ জুলাই বেলা ১২টায় পৌরসভার সভাকক্ষে বাজেটে সর্বমোট আয় ধার্য করা হয়েছে ৮১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২৭ টাকা এবং ব্যয় ধার্য করা হয়েছে ৭২ কোটি ৬৬লাখ ৬৯ হাজার ৮৭৫ টাকা ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছার এমপি কেএম খালিদ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সরবরাহ প্রকল্প হতে ৩০ কোটি টাকা পাওয়া যাবে বলে বাজেট আলোচনা অনুষ্ঠানে সভাপতির ভাষনে বলেন, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার ।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু, কাউন্সিলর আমজাদ আলী, আব্দুর রাজ্জাক, মির্জা আবুল কালাম, মতিউর রহমান মতি, নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সচিব মো: ইউনুস আলী, হিসাবরক্ষক সাইদুর রহমান খান প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন