পৃষ্ঠাসমূহ

শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

মুক্তাগাছা মুক্ত দিবস ২০২২পালিত

 

ময়মনসিংহের মুক্তাগাছা একাত্তরের ১০ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। 

এরপর থেকে প্রতিবছর মুক্তাগাছা মুক্ত দিবস পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১০ ডিসেম্বর শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্ত দিবস পালনের অংশ হিসাবে শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, র‌্যালি ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা হয়। 

শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালীতে নেতৃত্ব ও আলোচনা সভায় নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ প্রমুখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন