শামুক খেকো মাছ । ব্ল্যাক কার্প, পুকুরে শামুকের আধিক্য থাকলে খুব সহজে এই মাছ বড় হয়ে যায়।
আমার অভিজ্ঞতা দেখেছি যে, এই মাসটি বছরে ৬-৭ কেজি হয়ে যায়।
তবে খেয়াল রাখতে হবে এই মাছগুলো যাতে পোনা পুকুরে না দেওয়া হয় তাহলে পোনা খেয়ে সব শেষ করে ফেলবে যদি শামুকের আধিক্য না থাকে।
অল্প ঘনত্বে মাছটি খুব দ্রুত বাড়ে।
প্রতিকার কাঠাতে(৬.৫) একটি করে দিলে খুব ভালো ফল পাওয়া যায় অন্যান্য মাছের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন