photo

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

superhuman

মনোনেশ দাস‌:


অতিমানবীয় superhuman অতিমানব super human বা অতিমানবীয় আত্না ও শরীরের সমন্বয়ে গঠিত হয়। মানবদেহে যেমনি কোষগুলো সকল শক্তির সমষ্টি তেমনি মন বা আত্নার শক্তি ফোর্স হয়ে স্ব স্ব প্লাটফর্মে অতিমানবীয় রূপে জানান দেয়। মানব দেহ বয়স অস্থায়ী সময় কিন্তু মন আত্না অসীম সময়। মানুষ আত্নার কর্ম মনে রাখে। মানুষ নারী পুরুষ শিশু থেকে শরীর গঠন এবং মন আত্নার সমন্বয়ে সুখ শান্তি প্রবৃদ্ধি অর্জন করেন। এনালগ সময়ে বই পুস্তক ম্যাগাজিনে অতিমানব অতিমানবীয় আত্নাদের সংরক্ষণ করেন। সাংবাদিক লেখক নিবন্ধ কার নাগরিক সমাজ যোগ্য ব্যবহারকারী হয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন। রাষ্ট্র দেশ সরকার পরিচালনাকারী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজা রাণী ধর্মীয় প্রচারক ক্রিড়া সংগঠক খেলোয়াড় শিক্ষক উদ্ভাবক রাজনৈতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রযোজক পরিচালক নির্মাতা ক্যাটাগরি সংরক্ষণ করেছেন। ডিজিটাল যুগে ফিল্ম ক্যামেরার স্থলে ডিজিটাল ক্যামেরা মোবাইলে সমষ্টি হয়ে এসে রেডিও টেলিভিশন অনলাইন মিডিয়া হয়ে কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে সুপার হিউম্যান ইউজার হয়ে গোটা পৃথিবী এক রাষ্ট্র গোটা পৃথিবীর নাগরিক একক সমষ্টি হয়ে গুগল ইয়াহু মাইক্রোসফট বিং সার্চ ইঞ্জিনে দৃশ্যমান আন্তর্জাতিক সেলিব্রিটি ইন্টারনেট পারসোনালিটি সুপারস্টার সেলিব্রিটি ফেমাস সিটিজেন জার্নালিস্ট জার্নালিজম জার্নালিস্ট ফেমাস ক্রিয়েটর রিলস সুপারস্টার সংবাদপত্রে প্রতিনিধি প্রতিবেদক সংবাদদাতা রিপোর্টার ম্যানেজার সম্পাদক অর্থাৎ এনালগ পেড়িয়ে আজ ডিজিটাল। স্মার্ট নাগরিক বৈশিষ্ট্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন