photo

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় জমিদারদের জলটং অযতœ অবহেলার শিকার


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার রাজা জগৎ কিশোররের স্মৃতি বিজড়িত জলটং অযতœ আর অবহেলায় বিনষ্ট হচ্ছে। জলের ওপর স্থাপিত দর্শনীয় এই টংঘরগুলো পর্যটকদের দৃষ্টি কাড়ে । জানা যায়, জল টং – এর প্রতিষ্ঠাতা রাজা জগৎ কিশোর ছিলেন একজন কর্মবীর। জগৎকিশোর ১২৭০ সালে মুক্তাগাছায় জন্মগ্রহন করেন। তিনি ছিলেন দানবীর । তার ইচ্ছে মতো দানের কারণে রাজস্ব বিভাগ দেওলিয়া হবার উপক্রম হয় । তিনি ১৩০০ সালে মুক্তাগাছাস্থ ঐতিহ্যবাহী রাম কিশোর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সারয়াজীবন বিদ্যালয়ের সকল ব্যয়ভার বহন করেন। মায়ের স্মৃতি ধরে রাখার জন্য তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ”বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন। জগৎ কিশোরের হস্তশিল্প কুটির শিল্পের প্রতি বিশেষ ঝোঁক ছিল । ১৩৪৫ সালে জগৎ কিশোর জগতের মায়া ত্যাগ কেেরন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা জানান, জমিদারদের বহু স্থাপত্যের মধ্যে জলটং- ও ইতিহাস ঐতিহ্যের সাক্ষী । এসব নিদর্শন রক্ষা করার ব্যবস্থা নেয়া প্রয়োজন। মুক্তাগাছা : রাজা জগৎ কিশোররের স্মৃতি বিজড়িত জলটং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন