photo

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় হারিয়ে যাচ্ছে ডন্ড কলশ শাক


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার সর্বত্র এক সময় বির্স্তীর্ণ জমিতে ডন্ড কলশ শাক দেখা যেতো । এটি ছিলো বিনা চাষের ফসল । একসময় শরৎ হেমন্ত শীত বসন্ত বারো মাস এই শাক পাওয়া যেতো । অত্রাঞ্চলের মানুষ এই শাককে সর্ব রোগের মহৌষধ মনে করে ভাতের সাথে উপকরণ হিসাবে খেয়ে থাকেন । স্বাদে তেতো । অর্থকরী ফসল চাষাবাদ ও জমিতে রাসায়নিক প্রয়োগের ফলে শাকটি আর আগের মতো দেখা যায় না । বাজারে মাঝে মধ্যে এই শাক এখনও পাওয়া যায় । অন্যান্য শাকের চেয়ে এই শাকের দামও কম । মঙ্গলবার দরিচারআনি বাজারে ডন্ড শাক নিয়ে এসেছেন তারাটি গ্রামের আব্দুল হামিদ । তিনি জানান, ৩ আটি শাক বিক্রি করছেন ৫ টাকায় । ছবি : মুক্তাগাছা (ময়মনসিংহ) : দরিচারআনি বাজারে আনা ডন্ড কলশ শাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন