photo

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় শ্যালো ইঞ্জিনে তৈরি যানবাহনের অবাধ চলাচল


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় সড়ক মহাসড়কে শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি যন্ত্রদানব নসিমন , করিমন অবাধে চলাচল করার অভিযোগ উঠেছে । সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা মালিক শ্রমিকদের নিকট থেকে মাসোহারা আদায় করছে বলেও অভিযোগ । দীর্ঘদিন ধরে চলা এ অবৈধ তৎপরতা বন্ধে স্থানীয় প্রশাসনের উদ্যোগ না থাকায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার দায় কার ? প্রশ্ন উঠেছে । ময়মনসিংহ রোড ট্রান্সপোর্ট অথারিটি (বিআরটিএ) জানায় , এ ধরনের যানবাহননের সংখ্যা কত তার কোন হিসাব নেই । কারণ এগুলি আমরা অনুমোদন দেই না । জানা যায়, মুক্তাগাছায় এদের সংখ্যা ৫ শতাধিক । এসমস্ত নসিমন করিমনের ব্রেক ফাংসন খুবই নাজুক । চালকরাও অদক্ষ । ব্রেক মিস করলেই নিশ্চিত দুর্ঘটনা । এলাকাবাসী এদের কবল থেকে পরিত্রাণ পেতে ভ্রাম্যামাণ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : অবাধে চলাচল করছে নসিমন করিমন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন