photo

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় মাঘের ২য় সপ্তাহে থেকে অধিকাংশ সময় কুয়াশার চাদরে মোডানো আকাশ । তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে মানুষ । সড়কপথে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে । ঘন কুয়াশার কারণে বাতাসে বিরাজমান জলীয়বাষ্প উপরে উঠতে পারছে না । আর ভুপৃষ্ঠের উপরিভাগ শুকনোর সুযোগও পাচ্ছে না । মঙ্গলবার ২১(জানুয়ারি ) রাত ১০ টার পর থেকে ঘন কুয়াশার কারণে উপজেলার উপর দিয়ে চলাচলরত উত্তরবঙ্গ , ঢাকা, সিলেট , টাঙ্গাইল .জামালপুরগামী যানবাহনের ড্রাইভারদের ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে । বুধবার সকাল ৯ টা রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহনগুলিকে সার্স লাইট ( ফোকাস লাইট) ব্যবহার করতে দেখা গেছে । লালমনিরহাট ভুরিমারি সীমান্ত থেকে ছেড়ে আসা যশোদা বাসের ড্রাইভার কাওসার জানান, মঙ্গলবার সন্ধ্যায় পর রওনা দেই । মুক্তাগাছা পর্যন্ত আসতে সময় লেগেছে বুধবার সকাল ৯ টা । অথচ সুষ্ঠু আবহাওয়ায় মুক্তাগাছায় ভোর ৩টায় আসা যায় । ঘন কুয়াশার কারণে ৬ ঘন্টা অতিরিক্ত সময় লেগেছে । সতর্কতায় চলাচলের কারণে ধীর গতিতে যান চালাতে হচ্ছে। ছবি ক্যাপশণ : ময়মনসিংহ : ঘন কুয়াশার কারণে যানবাহনগুলি দিনেও ফোকাস লাইট ব্যবহার করছে । ছবিটি ময়মনসিংহ - উত্তরবঙ্গ সড়কে বুধবার সকাল ৯টায় মুক্তাগাছা শহর থেকে তোলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন