photo

বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

ময়মনসিংহে আটক ৪ জেএমবির বিরুদ্ধে মামলা


মনোনেশ দাস : ময়মনসিংহের ময়মনসিংহে । ময়মনসিংহের ময়মনসিংহে । ময়মনসিংহের ময়মনসিংহে । ময়মনসিংহের ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযানে গ্রেফতার ৪ জিএমবি সদস্যের বিরুদ্ধে বুধবার কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে । বুধবার ভোররাতে দাপুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় । সূত্র জানায়, ,এস.বি ঢাকার গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পায়, আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভিন্ন স্থানে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) বোমা নিক্ষেপ করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ময়মনসিংহ জেলার দাপুনিয়া এলাকায় গোপন বৈঠক করছে । সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ হারুন-অর-রশিদ এর নির্দেশে ডিবি অভিযান পরিচালিত করে । ডিবির আফিসার ইমারত হোসেন গাজীর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম,(পিপিএম) এসআ্ই মনিরুজ্জমান,এসআই মিজানুল হক,এসআই প্রদীপ কুমার গোস্বামী,এএসআই শামিম,এএসআই হাফিজুর রহমান,এএসআই রজবসহ অন্যান্য অফিসার ও ফোর্স ভোর ২টার দিকে এলাকায় অভিযান চালায় । দাপুনিয়া কাওয়ালটি গ্রামের চাঁন মিয়া, পিতা-মৃত আলাল উদ্দিন বাড়ীর কাছে পৌছামাত্র পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় গ্রেফতার আলমগীর হোসেন (২২),জাহাঙ্গীর হোসেন(২৫), উভয় পিতা-চাঁন মিয়া, সাং কাওয়ালটি,৩। হাসান আলী (২২),পিতা- জমির উদ্দিন,সাং-দাপুণিয়া কলাপাড়া,৪। মো: বিল্লাল হোসেন(৪৩), পিতা: মো: ওয়াহেদ আলী,সাং-শষ্যমালা কানাপাড়া। ডিবির জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)এর সদস্য হিসেবে পরিচয় দেয় এবং তাহাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ১নং আসামী আলমগীরের টিনের চৌচালা পূব-পশ্চিম দোয়ারী ঘর হতে বোমা তৈরীর বিভিন্ন রাসয়নিক উপাদানবলী ও সরজ্ঞাম এবং বিভিন্ন জিহাদী বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মফিজুল ইসলাম,পিপিএম, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ বাদী হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দাখিল করলে পৃথক পৃথক দুটি মামলা হয়। পলাতক দলীয় প্রধানসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানায় ডিবি ময়মনসিংহ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন