
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় আনন্দ স্কুল ( রস্ক )ট্রেনিং কো- অর্ডিনেটর মাপিয়া আক্তারের বদলীজনিত বিদায় অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠি হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন । জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব চিলড্রেন (রক্স) প্রকল্প এর আওতাধীন মুক্তাগাছায় অন্তর্ভূক্ত স্কুলগুলি হচ্ছে , ১নং দুল্লা ইউনিয়নের রামাকানা , চন্ডিমন্ডপ , কুড়িপাড়া , কেশপপুর , ২নং বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর , রঘুনাথপুর চড়পাড়া, বলরামপুর , রঘুনাথপুর পূর্ব , নরকোনা , ৩নং তারাটি ইউনয়নের আন্দারিয়াপাড়া , মৈশাদিয়া , তারাটি চরপাড়া , বারকাহনিয়া , তারাটি পূর্ব , শংকরপুর , চন্দবাড়ি , শংকরপুর পশ্চিম , ৪নং কুমারগাতা ইউনয়নের দত্তপাড়া , ঘোষবাড়ি , খুকশিয়া , সোনাপুর , ৫নং বাঁশাটি ইউনিয়নের চক লাঙ্গুলিয়া , গোয়াড়ি , কান্দিগাঁও , ৬নং মানকোন ইউনয়নের মুজাটি , চাপুরিয়া , গোজাংগা , বিষ্ণুপুর / বেনীপুর , চরআধপাখিয়া , আধপাখিয়া , ৭নং ঘোগা ইউনয়নের হরিণাতলা , ৮নং দাওগাঁও ইউনয়নের পোড়াবাড়ি , ৯নং কাশিমপুর ইউনয়নের কশিমপুর নতুন বাজার , শৈলচাপড়া , সুহিলা , নামা মহিষতারা , তাজমহনপুর এবং ১০ নং খেরুয়াজানি ইউনয়নের বানিয়াগাজী , পলশা ও গড়বাজাইল উল্লেখযোগ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন