
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় বিসিক শিল্প নগরী (বিসিকি ) । আজ সোমবার ময়মনসিংহে ময়মনসিংহ জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে বিসিক শিল্প নগরী (বিসিক) মুক্তাগাছার প্লট বরাদ্দ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব ও বিসিক পরিচালক নূরুল ইসলাম । ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা নির্বাাহী কর্মকর্তা (ইউএনও)জুলকার নায়ন , ময়মনসিংহ বিসিক শিল্প নগরীর ব্যবস্থাপক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর জিএমসহ কমিটির সদস্যবৃন্দ । জানা যায়, মুক্তাগাছা উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে সাতাশিয়া এলাকায় ১৯৯১ সালে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। পরে সেখানে মাটি ভরাট করা হয়। কমিটি সূত্রে জানা যায়, বিসিকে প্লট বরাদ্দে এপর্যন্ত ৮টি আবেদন পাওয়া গেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন