photo

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

মুক্তাগাছায় ড্রাগন, পেয়েরা মালটাসহ বিদেশি ফল বাণিজ্যিকভাবে চাষ


 

মনোনেশ দাস : মুক্তাগাছায় ড্রাগন ফল, থাই পেয়ারা, কাশ্মিরি  কুল,বারি- ১ মালটাসহ বিদেশি ফল চাষ হচ্ছে হচ্ছে । খেরুয়াজানি ইউনিয়নের পলশা গ্রামের আবু তালেব (৫১) জানান, বাড়ি ভিটা বলতে ৫ কাঠা জমিই সম্বল ছিল ।সোয়েটার কোম্পানীতে চাকুরি করতাম । জ্যাকেটের চাহিদা বেড়ে যাওয়ায় বাড়িতে চলে আসি । ২০১৯ সালে ১২ বছরের চুক্তিতে আড়াই একর জমি ভাড়া নিয়ে বারি-১ মালটা, থাই পেয়ারা, ড্রাগন ফল, কাশ্মিরি কুল চাষ শুরু করি ।গত বছর থেকেই অনেক গাছে ফলন এসেছে । ইতিমধ্যে ৩ লাখ টাকার কুল, ৩ লাখ টাকার ড্রাগন ফল, ১ লাখ টাকার মালটা ফল বিক্রি হয়েছে । ১ ছেলে ১ মেয়ে স্ত্রী নিয়ে সংসার । সংসার ভাল চলছে ।


মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার বা উপ সহকারি কৃষি কর্মকর্তা  খোঁজ খবর  নেন  ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন