মনোনেশ দাস : সরকারি চাকুরি থেকে অবসরে গিয়ে দমে যাননি, ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন গ্রামের বাসিন্দা মো: মজিবর রহমান । গরু, ছাগলসহ পশু পালন এবং চাষাবাদ করে আতœ নির্ভরশীলতার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চাকা ঘুড়িয়ে দিয়েছেন তিনি । পশু খাদ্যের চাষ এবং বাজারজাতও করছেন ।
জানা যায়, সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে নিজ গ্রাম মুক্তাগাছার মানকোনে ফিরে ছয় একর জায়গায় প্রতিষ্ঠা করেছে পশু ও মাছের খামার। পাশাপাশি করছেন, সবজি চাষ, বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষ, মৌসুমী ফল ও ফুলের সমারোহে মজিবর সোনার বাংলাদেশে সোনার এক শান্তি আঙিনা তৈরি করেছেন। সবকিছুই করছেন আধুনিক পদ্ধতিতে। তার খামারে পঁচাত্তরটি গরুর মধ্যে তেইশটি গাভী দুধ দেয় । সব পদ্ধতি শিখে নিয়েছেন তিনি। ঘাস চাষ, খৈল, ভুষি, রসুন, কালোজিরা, দরকারি ঔষধপত্র সবকিছুর ব্যবস্থা হয় নিপুন পদ্ধতিতে। এসব করে অনেক লোকের কর্ম সংস্থান করে দিয়েছেন তিনি ।
মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিস জানান, ফার্ম দেখে অনেক ভালো লেগেছে । কীর্তিমান আমার বন্ধুটির জন্য অনেক অনেক শুভ কামনা।
মজিবর জানান, আগামী দিনে আজকের এই রোজগার বিরাট বিষয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন