স্টাফ রিপোর্ট ার : ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতীক নিয়ে ফেরার পথে এক প্রার্থীর ৩ জন সমর্থকের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে । আজ শুক্রবার ( ১২ নভেম্বর) দুপুর ১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ - টাঙ্গাইল সড়কের কালিবাড়ি এলাকায় অবরোধের নেতৃত্ব দেন, আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী শরিফ আহমেদ , ঘোগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশুতোষ দে প্রমুখ নেতৃবৃন্দ ।
অবরোধকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সন্ত্রাসীরা নৌকা মার্কার প্রার্থীর সমর্থক আশিক (২০), আলামিন ( ২২) এবং শাহ আলমের (১৮) উপর অতর্কিত হামলা চালায় । তারা অভিযোগ করেন, আজ শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে বরাদ্দকৃত প্রার্থী শরিফ আহমেদের নেতৃত্বে নৌকার প্রতীক নিয়ে নেতা- কর্মী ও সমর্থকরা উপজেলা পরিষদের সামনে এলে সন্ত্রাসীরা পেছন থেকে হামলা চালায় ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান,টুকটাক ঘটনা । যা স্বাভাবিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন