photo

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

মুক্তাগাছায় দুইজন নিহত


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। 

আজ বুধবার ও গতকাল মঙ্গলবার রাত টা ২০ মিনিটের দিকে এঘটনাগুলো ঘটে । নিহতরা হলেন, রিনা খাতুন (৫০) ও মোঃ মাহিন মিয়া (১৬)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী ট্রাক চেচুয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজিকে চাপা দিলে রিনা খাতুন (৫০) নামে ঘটনাস্থলেই মারা যান। নিহত রিনা মুক্তাগাছা উপজেলার ধানুকা গ্রামের সুরজ আলী স্ত্রী। আহত তিন যাত্রী আরিফুল আলম (৩২), আমির উদ্দিন (২৩) ও সিএনজি ড্রাইভার সজিব (১৭) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত আরিফুল আলম ছালড়া গ্রামের মুজাম্মেলের পুত্র ও আমির উদ্দিন শহরের মনিরাম বাড়ির মজিবুর রহমানের পুত্র। আহত সিএনজি ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।

বড় হিস্যা বাজারে মোঃ মাহিন মিয়া (১৬) নামে এক মোটর সাইকেল আরোহীকে ইউনাইটেড গ্রপের একটি তেলবাহী ট্যাংকার চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মাহিন শহরের মনিরামবাড়ি এলাকার আব্দুল জুলহাস পুত্র। উক্ত ঘটনায় মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ ট্যাংকারসহ ড্রাইভারকে আটক করে আদালতে সোপর্দ করেন। অন্য দুর্ঘটনায় ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, উক্ত দুইটি দুর্ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।   


ছবি ক্যাপশণ, মুক্তাগাছা(ময়মনসিংহ) : জব্দ লড়ি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন