photo

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ইঞ্জিনিয়ারের স্বপ্ন ভেঙে সাংবাদিকতা


মনোনেশ দাস : মুজাটি গ্রামের বাসিন্দা। মুজাটিসহ আশেপাশের গ্রাম শ্রীপুর, আধপাখিয়া, চরপাড়া, মধ্যপাড়া, আলগীরচর, মানকোনেসহ (পৌরসভা ও মানকোন ইউনিয়নে) বিভিন্ন স্থানে আমাদের বংশ পরম্পরায় একশ ত্রিশ একরেরও বেশি জমিজমা ছিল । চাষাবাদ ও বাগান এবং ভিটায় চার চোয়ারি অনেক গুলো ঘর ছিল। দাদা চাকুরি নিয়ে ব্যস্ত থাকতেন । কর্তা, জেঠী মা, মা উনারা বরগাদারদের দিয়ে চাষাবাদ করাতেন । বাড়িতে কায় কামলারা খেয়ে যেতেন । যাকে বলে, ভাতের বিনিময়ে কামলা । কামলাদের খাওয়ানোর জন্য ৪টি বড় বড় ডেগ ছিল ।

আলগীর চর গ্রামের বাসিন্দা  হাফিজার ভিক্ষাই সম্বল । পরম্পরায় তিনি আমাকে চেনেন । যৌবনে ৭০ আশির দশকে গতর ব্যবসা করতেন। এখন জৌলুষ হারিয়ে শারীরিক জটিলতা। অনেকে অভিশাপ দিয়ে বলে , যেআকাম করছস এটাই তর প্রাপ্তি । হাফিজার একমাত্র ছেলে যার রয়েছে ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান । বয়স কত  জানে না হাফিজা। একমাত্র পুত্র রাজমিস্ত্রীর হেলপার সাত্তারের শরীরেও বাসা বেঁধেছে টিউমার । সপ্তাহে ১দিন কাজ করলে বাকী দিন বেকার থাকেন । 

মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে প্রায় প্রতিদিন ভিক্ষা করেন । আমি তাকে ভিক্ষা দেই । একদিন দাবি করে বলে ছুডু দাদা (প্রীতেশ দাস) কাইল্লার মাসহ অনেকের নামেই কার্ড কইরা দিছে । হুনি তুমি দাদা অনেক বড় সাংবাদিক । আমারে একটা কার্ড কইরা দেও । তোমার বাড়িতেই মানুষ আমাদের বাপ- দাদারা । আমার একটি ভিজিটিং কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি । 

সত্তরের দশকে আমার জন্মের পর থেকে মায়ের বুকে দুধ ছিল না। আমাকে ছাগলের দুধ খাওয়ানো হতো । বক স্যার বাল্য শিক্ষা পড়িয়ে যেতেন । আমার পিঠাপিঠি ভাই প্রীতেশ দাস উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতা । ছোটবেলায় কর্তা, নুরীর মা, রানুর মা, বিনা দি, লক্ষী দি , পিসি তৃপ্তী রাণী হোড় আমাকে লালন পালন করেছেন ।  আশপাশের জমি থাকার সুবাদে জমি নির্ভর কৃষকদের পরিবার পরিজন্মা কে মাথায় তুলে রাখতেন আমাদের । নিজের ভাই ভাইপো নাতী- নাতনী মনে করতেন । 

সত্তরের দশকে আমার বাবা বড় ভাইয়ের কাছ থেকে পৈত্রিক ভিটায় ফিরে আসেন বাবা। চারপাশে মানুষের মুখে শুনতেন , তোর বড় ভাই পরেশ দাস ভাল মানুষ ছিলেন । পাঞ্জাবিরা তাকে গুলি করে মেরেছে । তোর মা সৌদামিনি দাসের চুল কেটে নিলো রাজাকাররা । পোড়া বাড়ির বাসিন্দা হয়ে গেলেন বাবা। । দাদা রমেশ দাস ছিলেন জমিদার আমলের নায়েব। একাত্তরে জেঠা পরেশ দাসকে হত্যা করার পর বর্গাদার ও সয় শরিকরা জমি জমা দখলে নেয় ।  বাবার অংশের  জমিজমা অল্পটাকা নিয়ে দলিলে সই করে দেন। 


বাবা ভিটাছাড়া জমি জমা তেমন একটি পাননি । কর্তার দুটি বালা নিয়ে রিকশার ব্যবসা শুরু করেন । উত্তরবঙ্গের একটি জেলার শিক্ষা কর্মকর্তা বিশাদা’র বাবার সাথে সাইকেল পার্টস ব্যবসা করেন । মুক্তাগাছায় জনতা নামের ব্যবসা প্রতিষ্ঠানগুলির মালিক আমরা । বড় মসজিদ রোড, দরিচার আনি বাজার, বড়হিস্যা বাজারে জনতা মার্কেট,  জনতা সাইকেল মার্ট বাবা ভবেশ দাসের নামে প্রতিষ্ঠিত । 

প্রখ্যাত ডাক্তার নরেন্দ্র সাহা, নন্দ সাহার বাসার একটি অংশ কেনেন বাবা ।  আমি ক্লাস টুতে পড়ি তখন । মাড়োয়ারি পট্রির বাসিন্দা সীতারাম সুরেকা , টানবাজারের সুনিল পাল মাষ্টার , নৃপেন্দ্র চন্দ্র চন্দ ( বাঁশাটি ইউপি চেযারম্যান উজ¦লের বাবা) উনারা পরিবহনসহ ব্যবসায়ীক পার্টনার ছিলেন । 

রিকশার ব্যবসার সূত্র ধরে মুক্তাগাছা শহরের মেইনরোড ঢলুয়া বিল, ময়মনসিংহ সদরের কাঠবওলা ও আকুয়া ভোটঘর এলাকাঢ জমি কিনে গ্যারেজ দেন । বাবার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হবো । আমি হয়ে গেলাম সাংবাদিক । নব্বইয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজে একদশ ¤্রিেণতে ভর্তি হয়ে কেরাম , দাবা, তাস খেলায় কমনরুমে বেশি ব্যস্ত থেকেছি । মন চাইলে ক্লাস করতাম । 

এরশাদ বিরোধী আন্দোলনে সহপাঠী ও বাল্যবন্ধুরা মিলে ফেন্ডশিপ সোসাইটি প্রতিষ্ঠা করি । আমরা তখন ছাত্রদল করতাম । কলেজ ফিরে বাসায় এসে অনেক পত্রিকায় চিঠি লিখতাম ছদ্ম নামে। সংবাদপত্রের সাংবাদিক হওয়ার স্বপ্ন বুনতে লাগলাম । 

লাগাম ছাড়া মোশারফ হোসেন সরকার সাংবাদিকের সাথে পরিচয় হয় । তিনি আমাকে একটি স্থানীয় পত্রিকায় নিয়ে যান । কার্ড পেতে টাকা লাগবে শুনে দৈনিক জাহানে যোগাযোগ করি । দৈনিক জাহানের সম্পাদক প্রয়াত শেখ হাবিবুর রহমান আমাকে দিয়ে একটি নিউজ লেখান । সিউজ দেখে ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সংবাদ সংগ্রহের দায়িত্ব দেন । চিঠি দিয়ে হবে না । সব সংবাদ ছাপে না চিঠিতে । 

বৃহত্তর ময়মনসিংহে সংবাদ বিচরণ করতে গিয়ে অভিজ্ঞ ও চারণ সাংবাদিক হিসাবে যাদের সংবাদ ফলো করেছি তাদের মধ্যে অন্যতম, দৈনিক জাহানের বার্তা সম্পাদক এজেড এম ঈমাম উদ্দিন মুক্তা, আবুল হাশিম, এফএমএ সালাম, আতাউল করিম খোকন, নেত্রকোনার শ্যামলেন্দু পাল, কিশোরগঞ্জের সুবীর বসাক, জামালপুরের মোশারফ হোসেন, শেরপুরের সুশিল মালাকার, গোপালপুরের অধ্যাপক জয়নাল আবেদীন, গৌরীপুরের সুরেশ কৈরি, মুক্তাগাছার আব্দুর কাদের মাষ্টার, সিরাজুল হক সরকার প্রমুখ । তাদের লেখা থেকেই শিক্ষা নিয়ে মূলত সাংবাদিকতার চর্চা শুরু হয় আমার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন