মুক্তাগাছা (ময়মনসিংহ), ১০ সেপ্টেম্বর
মুক্তাগাছা হাসপাতালের জরুরি বিভাগ থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার মুক্তাগাছা থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে চুরি নিয়ে থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পৃথক বক্তব্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
জানা যায়, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দীর্ঘদিন ধরে কম্পিউটারাইজের মাধ্যমে জরুরি সেবা দিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জরুরি বিভাগ চালু থাকা অবস্থায়ই হঠাৎ কম্পিউটারটি চুরি হয়। চুরির ঘটনায় হাসপাতালে তোলপাড় শুরু হয়। তবে এ নিয়ে থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পৃথক বক্তব্যে রহস্য দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ওইদিন ঘটনার সময় হাসপাতালে বিদ্যুত ছিল না। এ সুযোগে কৌশলে চুরেরা কম্পিউটারটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় তারা অভিযোগ দায়ের করেছেন।
তবে চুরির ঘটনার বিষয়টি রহস্যজনক বলে মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, কম্পিউটারে জরুরি তথ্য গোপন করার উদ্দেশ্যেই হাসপাতালের স্টাফরাই এ ঘটনা ঘটিয়েছে। কারণ তাদের জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক ও কর্মচারিরা জরুরি সেবায় নিয়োজিত থাকেন।
photo
শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
মুক্তাগাছায় হাসপাতালের জরুরী বিভাগ থেকে কম্পিউটার চুরি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন