photo

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

গৃহবধূর আত্নহত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

মুক্তাগাছা, ১৮ সেপ্টেম্বর
ময়মনসিংহের  মুক্তাগাছায়  স্ত্রীর আত্নহত্যার ঘটনায় স্বামী মো: সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার সোহাগকে ময়মনসিংহের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে ।
থানা পুলিশ জানায়, গতকাল শনিবার ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার শাহ আলী থানা এলাকার দিয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৩ সেপ্টেম্বর মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের মলাজানি এলাকায় গৃহবধূ সুমাইয়া আক্তার মীমের (২০) লাশ একটি জিগা গাছের ডাল থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে পুলিশ । লাশ উদ্ধার করে ময়মনা তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনায় সুমাইয়া আক্তার মীমের পিতা মোজাম্মেল হোসেন সেলিম বাদী হয়ে মেয়ের জামাই মো: সোহাগ মিয়া এবং তার মা সেলিনাসহ ৩ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় অভিযোগ করেন । অভিযোগে বাদী উল্লেখ করেন, মেয়ের সাথে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বছরের ৫ জানুয়ারি তাদের বিয়ে । দুই মাস বয়সি তাদের এক পুত্র সন্তান আছে। আসামিদের কু প্ররোচনায় সোহাগ মেয়ের সাথে ঝগড়া করত। বিয়ের ৭ মাস পর তাদের ছাড়াছাড়ি হয়। এক সপ্তাহ পর আপোষ মিমাংসার মাধ্যমে তারা পুনরায় আবার ঘর সংসার শুরু করে। গত ২ সেপ্টেম্বর মেয়ের সাথে তারা আবারও ঝগড়া- বিবাদসহ মানষিক অত্যাচার করে ।
মুক্তাগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) চান মিয়া জানান, মোবাইল ট্রেকিংয়য়ের মাধ্যমে আসামি মো: সোহাগ মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানায় আনা হয় ্ রবিবার গ্রেপ্তারকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন