photo

সোমবার, ৬ মার্চ, ২০২৩

নদীর বালু মাটি উত্তোলনের দায়ে জরিমানা

 

৬ মার্চ, ২০২৩
ময়মনসিংহের মুক্তাগাছায় বানার নদী থেকে বালু ও মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়।
আজ সোমবার ৬ মার্চ  উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি গ্রামের গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক ওয়ালে ছবি দিয়ে এবিষয় জানিয়ে পোষ্ট করা হয়।
পোস্টে বলা হয়, বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় টাঙ্গাইলের কালিহাতি , এলেঙ্গা , রাজাবাড়ি গ্রামের  মো: আলমগীরকে (৪০) এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুটি ড্রেজার মেশিন , ২০ ফিট লম্বা ২১টি পাইপ জব্দ করা হয় ।মুক্তাগাছা থানার উপ পরিদর্শক এবিএম রুহুল কাইয়ুম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন বলে নিশ্চিত করেছেন, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : নদীর বালু মাটি উত্তোলনের দায়ে জরিমানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন