photo

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

ময়মনসিংহে পাটের উৎপাদন খরচ উঠাতে নারী শ্রমিকের ব্যবহার বাড়ছে

মনোনেশ দাস : এক সময় দেশের মোট উৎপাদনের ১৭ ভাগ পাট উৎপাদনের অঞ্চল ময়মনসিংহে পাট চাষ প্রতি বছর কমে আসছে । বিপর্যয় রোধে কৃষক পাটের উৎপাদন খরচ উঠাতে নারী শ্রমিকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে । অপরদিকে স্বচ্ছ ও মৃদু শ্রোতযুক্ত পানিতে পাট জাঁক দেওয়া সম্ভভ না হওয়ায় এই অঞ্চলে পাটের আঁশের মান খারাপ হয়ে যাচ্ছে । ময়মনসিংহস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ৯শ’ ৮৮ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে । যা গত বছরের তুলনায় ৫শ’ ৮২ হেক্টর কম । ইতিমধ্যে ৮ হাজার ১শ’ ৪৬ হেক্টর জমির পাট কাটা হয়েছে । হেক্টর প্রতি উৎপাদন হয়েছে ৭ দশমিক ২ থেকে ৮ বেল । তন্মধ্যে তোষা ৮ থেকে ১১ বেল, কেনাফ ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫ বেল, মেশতা ৭ থেকে ৯ বেল । মৌসুমের শুরুতে বীজ সরবরাহে বিলম্ব এবং বৃষ্টিপাত কম হওয়ায় পাট চাষে কৃষকদের এবছর বিড়ম্বনায় হয়। অপরদিকে অত্রাঞ্চলের প্রায় সকল জলাশয় ব্যবহৃত হচ্ছে মাছ চাষে । তাই পাট জাঁক দিতে পানি সমস্যা মারাতœক আকার ধারণ করেছে । পাট জাঁকের জন্য স্বল্প স্থানে যতটুকু পানি পাওয়া যাচ্ছে তাও অস্বচ্ছ । এই অস্বচ্ছ পানিতে উৎপাদিত পাটের মাণ খারাপ হওয়ার কথা চিন্তা করে কৃষক উৎপাদন খরচ উঠাতে ব্যবহার করছে নারী শ্রমিক । নারী শ্রমিকরা এখন ব্যস্ত হয়ে পড়েছে পাটের আঁশ ছাড়াতে । পাট চাষীরা জানান , এখন কৃষি শ্রমিকরা ব্যস্ত ধান চাষাবাদে । তাছাড়া এই শ্রমিকদের দিয়ে সারাদিন কাজ করালে পারিশ্রমিক দিতে হয় কমপক্ষে ৩ শ’ থেকে ৪শ’ টাকা । আর নারী শ্রমিকদের দিয়ে কাজ করালে দিতে হয় মাত্র ১শ’ থেকে দেড়শ’ টাকা । তাই পাটের উৎপাদন খরচ পুষিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে নারী শ্রমিক । পাটের আঁশ ছাড়াতে কর্মব্যস্ত নারীরা জানান, এটা তাদের বাড়তি আয় । জানা যায়, বাজরে প্রকারভেদে ৬শ’ টাকা থেকে ১২শ’ টাকা মণ দরে পাট বিক্রি হচ্ছে । ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নারায়ণ চন্দ্র বসাক জানান , পাটের সুষ্ঠু বাজারজাত করা গেলে কৃষক লাভবান হবেন । ছবি ক্যাপশণ : পাটের আাঁশ ছাড়াতে ময়মনসিংহে নারী শ্রমিকের কর্মব্যস্ততা - See more at: http://www.mymensinghbarta.com/?p=4678#sthash.lcf2V7wj.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন