photo

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

ময়মনসিংহে এখন আমন চাষের ধুম পড়েছে

ময়মনসিংহে এখন আমন চাষের ধুম পড়েছে। বৃষ্টির অভাবে প্রথম দিকে উপজেলার চাষীরা আমন চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলো। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে অনুকূল আবহাওয়া পেয়ে কৃষকরা এখন আমনের জমি তৈরি, চারা উত্তোলন ও চারা রোপনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলে আমন চাষের জমি গুলো ক্রমেই সবুজ থেকে সবুজতর হয়ে উঠছে। জেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আষাঢ় মাসের মাঝা-মাঝি থেকে শুরু করে শ্রাবনের প্রথম সপ্তাহ পর্যন্ত আমনের চারা রোপনের উপযুক্ত সময় হলেও পর্যাপ্ত পরিমান বৃষ্টি না হওয়ায় এ অঞ্চলে আমনের চারা রোপনের সময় অনেকটা বিলম্বিত হয়েছে। তাই চারা রোপন করলেও বৃষ্টি নিয়ে শঙ্কায় আছেন কৃষক। কারন আমান আবাদ সম্পূর্ন বৃষ্টি নির্ভর। তাই ভাদ্র মাসে ফসলের পরিচর্যার জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলে মেশিন চালিত সেচ দিয়ে ফসল উৎপাদন ব্যায়বহুল হয়ে পড়বে। জেলার গৌরীপুর উপজেলার লঙ্কাখলা গ্রামের কৃষক শহীদ মিয়া জানান, এ অঞ্চলে পুরোদমে আমন আবাদ চললেও উৎপাদন নিয়ে শঙ্কার মধ্যে আছে কৃষক। কারন বৃষ্টি না হলে সেচ দিতে হবে, আর সেচ দিলে বাড়তি খরচ। আবার সেচ না দিলে ফসল উৎপাদন ব্যহত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ক্ষেতশ্রমিকদের পরিশ্রমিক বৃদ্ধি পাওয়ায় এবার উৎপাদন খরচ একটু বেশি হবে। সরজমিনে জেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের মাঠে গিয়ে দেখা যায়, আমনের জমি গুলোতে শুরু হয়ে গেছে চারা রোপনের কাজ। কোথাও ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে জমি তৈরি করা হচ্ছে আবার কোথাও আমনের চারা রোপন করা হচ্ছে। ইতিমধ্যে এ অঞ্চলের ৬০ থেকে ৭০ ভাগ চারা রোপন সম্পন্ন হয়েছে। উপজেলার গজন্দর গ্রামের কৃষক মাসুদ মিয়া জানান, এমনিতেই বৃষ্টির অভাবে আমনের চারা রোপন অনেক দেরী হয়ে গেছে। তাই চারা রোপনের পর থেকে দেড়-দুই মাস পর্যাপ্ত বৃষ্টি না হলে আশানুরুপ ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। আতাউর নামে এক কৃষক বলেন, ভাদ্র মাসে ভারী বৃষ্টি বেশি হলে ফসলের নিচু জমি গুলো ডুবে যাওয়ার সম্ভবনা আছে আবার বৃষ্টি কম হলে ফসলের ক্ষেত শুকিয়ে যেতে পারে। তাই পরিমানের চেয়ে বেশি বা কম বৃষ্টিপাত হলে ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে। বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বরে জানা গেছে, ভাদ্র মাসে খরা না হলে এ অঞ্চলে আমন চাষ ব্যাহত হওয়ার কোনো সম্ভবনা নেই। এবারের আমন উৎপাদনে কাঙ্খিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন