photo

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

মহারাজা সূর্যকান্তের নেতৃত্বে একটি পাবলিক লাইব্রেরি

পূর্বে মহারাজা সূর্যকান্তের নেতৃত্বে একটি পাবলিক লাইব্রেরি ও একটি দালান র্নিমান করে রিডিং কাব স্থাপন করা হয়। এই দালানটি ভূমিকম্পে ধুলিসাৎ হয়ে যায়। এর পরে ধীরে ধীরে আর একটি লাইব্রেরি গড়ে উঠে, মুলত রাজকেন্দ্রিক হইলেও এখানে সর্বসাধারনকে পড়েতে দেওয়া হত। পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি সরকার এই লাইব্রেরিটি পূর্বপাকিস্তানে স্থানান্তর করে নেয়। এখানে থিয়েটার করার প্রচলন ছিল বহুকাল পূর্ব থেকে। তখন ছোটো হিস্যার অমৃতনারায়নের নেতৃত্বে অভিনভ কর্ায পরিচালিত হত। অ্যামেচা নামে একটি কাব স্থাপিত হয়, যার কোন স্থায়ী ব্যবস্খা ছিল না। জমিদার গন তাদের ইচ্ছে মত , কখনো মিলিত ভাবে শখ করে নিজেদের অর্থ ব্যয় করে অভিনয়াদি করতেন। পূর্ব চৌতরফের জামাতা শ্রীরমে শচন্দ্র সান্যাল মহাশয়ের নেতৃত্বে কার্য পরিচালিত হত। পরে সতু সেনের তত্ত্বাবধানে নাটমন্দিরের পশ্চিম পাশে একটি স্থায়ী রিভলভিং স্টেজ র্নিমান করা হয় এবং এর নাম দেওয়া হয় ভূপেন্দ্র রঙ্গপীঠ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন