photo

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

এইচআরডব্লিউ’র অবমাননার আদেশ ২ সেপ্টেম্বর


22/08/2013 Human-Rights-Watch11 মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না- তা জানা যাবে ২ সেপ্টেম্বর। বিচারপতি ফজলে কবির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের এই তারিখ নির্ধারণ করেন। এর আগে অভিযোগের উপর শুনানি করেন চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সুলতান মাহমুদ সীমন ও তাপস পল। গত মঙ্গলবার এইচআরডব্লিউ’র বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সংস্থাটির পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড এডামস এবং অ্যাসোসিয়েট স্টম টিভকে বিবাদী করা হয়। এইচআরডব্লিউ’র বিবৃতিতে জামায়াতে ইসলামির সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিচারকে পক্ষপাতদুষ্ট এবং মারাত্মক ত্রুটিপূর্ণ উল্লেখ করায় এ অভিযোগ দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন