বিডি রিপোর্ট 24 ডটকম : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই সম্মানজনক টিপেরারি আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। মালালা তার সাহস ও দৃঢ়সংকল্পের জন্য এই পুরস্কার অর্জন করেন। আইরিশ শহর টিপেরারিতে প্রায় ২শ’ দর্শকের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন মালালা। পুরস্কার গ্রহণের পর দেয়া বক্তব্যে মালালা বলেন, তালেবান গোষ্ঠীর হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চাইতে তিনি বরং শিক্ষার সমান অধিকার আন্দোলনের জন্যই স্মরণীয় হতে চান। টিপেরারি শান্তি সভার সম্পাদক মার্টিন কুইন বলেন, কিশোরী মালালা স্বশরীরে এই পুরস্কার নিতে উপস্থিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। কুইন আরো বলেন, এই সম্মানজনক শান্তি পুরস্কারপ্রাপ্তদের তালিকায় এখন মালালাও যুক্ত হলেন, যে তালিকায় সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও রয়েছেন।photo
শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩
মালালা ইউসুফজাই সম্মানজনক টিপেরারি আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন
বিডি রিপোর্ট 24 ডটকম : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই সম্মানজনক টিপেরারি আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। মালালা তার সাহস ও দৃঢ়সংকল্পের জন্য এই পুরস্কার অর্জন করেন। আইরিশ শহর টিপেরারিতে প্রায় ২শ’ দর্শকের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন মালালা। পুরস্কার গ্রহণের পর দেয়া বক্তব্যে মালালা বলেন, তালেবান গোষ্ঠীর হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চাইতে তিনি বরং শিক্ষার সমান অধিকার আন্দোলনের জন্যই স্মরণীয় হতে চান। টিপেরারি শান্তি সভার সম্পাদক মার্টিন কুইন বলেন, কিশোরী মালালা স্বশরীরে এই পুরস্কার নিতে উপস্থিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। কুইন আরো বলেন, এই সম্মানজনক শান্তি পুরস্কারপ্রাপ্তদের তালিকায় এখন মালালাও যুক্ত হলেন, যে তালিকায় সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও রয়েছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন