photo
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
মুক্তাগাছায় মন্দির থেকে কষ্টিপাথরের কোটি টাকার মূর্তি চুরি
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌর শহরের লক্ষ্মীখোলা শিব মন্দির থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ নামের কষ্টিপাথরের একটি মূর্তি চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মন্দিরের কলাপসেবল ও লোহার গেইটের তালা ভেঙে ওই চুরির ঘটনা ঘটে। মন্দির সংশ্লিষ্টরা জানান, প্রায় দেড় মন ওজনের কষ্টি পাথরের ওই মূর্তিটির মূল্য প্রায় কোটি টাকারও বেশি।
মন্দিরের সেবায়েত মিঠুন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মন্দিরের ভেতরের লোহার গেইটে দু’টি ও বাহিরে কলাপসিবল গেইটে একটি তালা দিয়ে মন্দির সংলগ্ন তার নিজ বাসায় ঘুমাতে যান। পরে বুধবার ভোর পাঁচটায় তার মা মন্দিরে এসে মন্দিরের গেইটের তালা খোলা দেখে তাকে খবর দেয়। তিনি এসে দেখেন মন্দিরের ভেতরে রক্ষিত শিবলিঙ্গ মূর্তিটি নেই। তাৎক্ষণিক তিনি বিষয়টি মন্দির কমিটি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ভোর ৬টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ ও থানার এসআই আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশীল কুমার জালান জানান, ১৯৯৩ সালে ওই শিবলিঙ্গ মূর্তিটি চুরি হয়েছিল। পরে প্রশাসনের ব্যাপক তৎপরতায় তা উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। অবিলম্বে শিবলিঙ্গটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন