photo

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

সন্ত্রাসী কর্তৃক মুক্তাগাছায় মন্দিরের পুরোহিতকে নাজেহাল


মুক্তাগাছা প্রতিনিধি : সন্ত্রাসী কর্তৃক মুক্তাগাছায় মন্দিরের পুরোহিতকে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। ঘটনার নায়ক পীযূষকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শহরের ছাপ্পান্ন প্রহর মন্দিরে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা দুটায় মুক্তাগাছা শহরের ছাপ্পান্ন প্রহর মন্দিরের গেইট দিয়ে মন্দির কম্পান্ডের বাসিন্দা মৃত শশী পালের পুত্র পীযূষ পাল মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার সময় বিকট শব্দ হয়। মন্দিরের প্রধান পুরোহিত স্মৃতিময় গোস্বামী ওরফে নিমাই গোস্বামী তাকে ডেকে এভাবে গেট দিয়ে মোটরসাইকেল পারাপার করলে গেটের ক্ষতি হবে তাই দেখেশুনে চলার উপদেশ দেন। এতে পীযূষ পাল রাগান্বিত হয়ে পুরোহিতকে অকথ্য ভাষায় গালাগালসহ দেখে নেয়ার হুমকি দেয়। এ সময় সেখানে উপস্থিত মন্দির কমিটির অন্যতম সদস্য ডেকোরেটর ব্যবসায়ী রঞ্জন গোস্বামীর ম্যানেজার খোকন এর প্রতিবাদ করলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় খোকন তার কয়েকজন সঙ্গী নিয়ে পীযূষ পালের বাসায় যায়। তাকে না পেয়ে দেখে নেয়ার হুমকি দিয়ে তারা চলে আসে। সোমবার সকাল ১০টায় পীযূষ পাল রঞ্জন গোস্বামীর বাসায় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং তার ম্যানেজার ও কর্মচারীদের শায়েস্তা করার হুমকি দেয়। এ ব্যাপারে মন্দির কমিটি সোমবার সন্ধ্যা সাতটায় মন্দিরে সভায় মিলিত হয়। রাত আটটায় সভা চলাকালে পীযূষ দেশীয় একটি চাকু নিয়ে সেখানে উপস্থিত হয়ে কমিটির লোকদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে সে কমিটির এক সদস্যের ওপর হামলা চালালে উপস্থিত লোকজন তাকে ধরে বেধম মারধর করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে থানার এসআই সাইদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে একটি চাকুসহ পীযূষকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার প্রতিবাদে সভায় মঙ্গলবার টানবাজারের হিন্দু ব্যবসায়ীদের সব দোকানপাট বন্ধ রাখার তাৎক্ষণিক সিদ্ধান্ত গৃহীত হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা জানান, মঙ্গলবার সকাল নয়টায় মন্দির কমিটির সভা হয়েছে। তাতে দোকানপাট বন্ধ রাখার আগের সিদ্ধান্ত বাতিল করে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক বেলা ১১টা থেকে বন্ধ দোকানপাট আবার খোলা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন