photo

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

মুক্তাগাছা মন্দির থেকে শিবলিঙ্গ চুরির প্রতিবাদ ও তা উদ্ধারের দাবিতে কর্মসূচি পালন করে যাচ্ছে

মুক্তাগাছা প্রতিনিধি : মন্দির থেকে শিবলিঙ্গ চুরির প্রতিবাদ ও তা উদ্ধারের দাবিতে হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। শনিবার মন্দির অঙ্গনে পূর্বঘোষিত কর্মসূচিচীর অংশ হিসেবে তারা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। এদিন পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মন্দির অঙ্গনে অবস্থান কর্মসূচি শুরুর প্রাক্কালে শিবলিঙ্গ চুরি হয়ে যাওয়া মন্দির পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। তিনি ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করেন। এ সময় মন্দিরে উপস্থিত বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন এবং চুরি যাওয়া শিবলিঙ্গ খুব শিগগিরই উদ্ধার হবে বলে তাদের আশ্বস্ত করেন। অপর দিকে সকাল ১১ টায় মন্দির পরিদর্শনে আসেন পুলিশ সুপার ময়নুল হক। এসময় তার সঙ্গে ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মুক্তাগাছ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পি, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক। উল্লেখ্য শিবলিঙ্গ চুরির অভিযোগে পুলিশ ইতোমধ্যে রনি ও রাসেল নামের দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ এ পর্যন্তও চুরি হয়ে যাওয়া শিবলিঙ্গের কোনো হদিস বের করতে পারেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন