photo
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
মুক্তাগাছায় শিব বিগ্রহ চুরি ও উদ্ধার না হওয়ার প্রতিবাদে
স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় শিব বিগ্রহ চুরি ও উদ্ধার না হওয়ার প্রতিবাদে রবিবার বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ মুক্তাগাছা উপজেলার সভাপতি সত্য স্বপন চক্রবর্তী । প্রধান অতিথি ছিলেন ,স্থানীয় সাংসদ ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব কেএম খালিদ । বিশেষ অতিথির ভাষন দেন , উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র আব্দুল হাই আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন , আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন , ভাইস চেয়ারম্যান দেবশীষ ঘোষ বাপ্পী , নাজমুন নাহার দীলু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি এড. বিকাশ রায়, সাধারণ সম্পাদক প্রণব সাহা , শংকর সাহা, মশিউর রহমান , মলীনা রানী দত্ত, রুমী দাস, কমলা ¤্রং , অদ্যাপক তাপস সাহা, অধ্যাপক সঞ্জিব দত্ত, সুশীল জালান প্রমুখ । প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে । প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি কেএম খালিদ বলেন, মুক্তাগাছায় শত বছরেও এরকম ঘটনা ঘটেনি । আপনাদের সকল লড়াই সংগ্রামে সহযোগীতা করব । প্রশাসনের উদ্দ্যেশ্যে বলেন, আসামী গ্রেফতার করুণ বা না করুণ শিব বিগ্রহ উদ্ধার চাই । ২৮ দিনেও বিগ্রহ উদ্ধার হলো না । শিব বিগ্রহ উদ্ধারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্র্রীতি বজায় রাখতে হবে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন