photo

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

মুক্তাগাছা উপজেলা কমিটি


মুক্তাগাছা প্রতিনিধি : মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মুক্তাগাছা উপজেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মুক্তাগাছা মহাবিদ্যালয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আইনজীবি, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। অধ্যাপক তাপস কুমার সাহার সঞ্চালনায় এতে মো. তারেক, অধ্যাপক আইয়ুব খান, অধ্যাপক আখতারুজ্জামান, হেলাল উদ্দিন নয়ন, অধ্যাপক মাহবুবুল আলম রতন, মলীনা রাণী সেন, অ্যাডভোকেট মন্মথ চন্দ্র দাস বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে সর্ব সম্মতিক্রমে অধ্যাপক তাপস কুমার সাহাকে সভাপতি ও মো. তারেককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত হয়। অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি অধ্যাপক মো. আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান, অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, দফতর ও প্রচার সম্পাদক সাংবাদিক এম ইদ্রিছ আলী, সমাজকল্যাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম রতন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক শামসুন নাহার রিনা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মন্মথ চন্দ্র দাস। এছাড়াও অধ্যক্ষ স্বপন দাস, মলীনা রাণী দত্ত, রীনা পাল, সুজল কুমার সরকার, হারুনর রশীদ, মাইদুল ইসলাম নিপু, টিটন কুন্ডু ও ডা. এম হাসান আলী কার্যনির্বাহী মনোনিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন