photo

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

মুক্তাগাছায় বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি

কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে ইসলামী দল নয়, বরং একে কাফেরদের দল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “জামায়াতে ইসলাম ধর্মের নাম ব্যবহার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করছে। তারা মুখে ইসলামের কথা বললেও আসলে তারা কাফের।যুদ্ধাপরাধের চেয়ে বড় পাপ আর কিছুই হতে পারে না। জামায়াত সেই পাপের সঙ্গে যুক্ত।” আগামী নির্বাচনে যদি বিএনপি-জামায়াত কোনভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে এদেশে প্রকৃত আলেম-ওলামাদের আর জায়গা হবে না বলে দেশবাসীকে সতর্ক করেন বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের এই চেয়ারম্যান। তিনি মওদুদীবাদ তথা জামায়াত-শিবিরের ইসলামবিরোধী চক্রান্ত থেকে দেশের সকল মুসুল্লিদের সতর্ক থাকারও আহ্বান জানান। বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের প্রতিনিধি সম্মেলনে ফরিদউদ্দিন মাসউদ এসব কথা বলেন। বিকেলে মুক্তাগাছার নন্দীবাড়ি অডিটরিয়ামে সংগঠনটির মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা খন্দকার উবায়দুর রহমানের সভাপতিত্বে এ প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংহতি পরিষদের ভাইস-চেয়ারম্যান হযরত মাওলানা রুহুল আমীন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈফী, যুগ্মসম্পাদক হযরত মাওলানা আইয়্যব আনছারী, ময়মনসিংহ খাগডহর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী তাজুল ইসলাম কাসেমী ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা হুমায়ুন কবির। প্রতিনিধি সম্মেলনে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ওলামা মাশায়েখরা যোগ দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন