photo
শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
ইয়েস ও সনাকের পক্ষ থেকে মুক্তাগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মুক্তাগাছা প্রতিনিধি
: ‘বিকশিত মেধায় দুর্নীতিমুক্ত স্বদেশ চাই’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় ২০১৩ সালে এসএসসি/ সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০১৩ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ইয়েস ও সনাকের পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কেএম খালিদ বাবু।
টিআইবি’র সহযোগিতায় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ইয়েস ও সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা সনাকের সভাপতি অধ্যাপক এখলাছুর রহমান জুয়েল।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য পাঠ করেন, সচেতন নাগরিক কমিটি সনাকের সহ সভাপতি অধ্যাপক আইয়ুব খান। পরে উপস্থিত সকলের অংশ গ্রহণে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়।
অধ্যাপক মাহবুবুল আলম রতন ও মলিনা দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ ও টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন খান।
এতে আরও বক্তব্য রাখেন, সনাক সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান বুলবুল, মিসেস রুমি দাস, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, ইয়েস সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান, ইয়েস দলনেতা এরশাদুর রহমান।
এছাড়া নবারুন বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া রিতা, অভিভাবক জহির উদ্দিন ও নবারুন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক বক্তব্য দেন।
পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সন্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন