photo

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

মুক্তাগাছায় মুক্তিযুদ্ধকালীন ৬ বছর বয়সী শিশুকে গেজেটভুক্ত করার অভিযোগ

মুক্তাগাছা (ময়মনসিংহ ) সংবাদদাতা মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আফসর আলীর পুত্র ইউসুফ আলীকে মাত্র ৬ বছর বয়সে মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে । অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে , প্রকৃত মুক্তিযুদ্ধাদের নাম বাদ দিয়ে মুক্তিযুদ্ধাদের তালিকা সম্বলিত বাংলাদেশ গেজেটে স্বাধীনতা বিরোধীদের সম্পৃক্ত করা হয়েছে । সম্প্রতি মুক্তাগাছার তারাটি ইউনিয়নের বাসিন্দা মুক্তিযুদ্ধা মাহমুদ আতা এলাহী এ মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের মুক্তিযুদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন । ঐ আবেদনে স্থানীয় সংসদ সদস্য কেএম খালিদ বাবু বিষয়টি তদন্ত পূর্বক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করায় তোলপাড়ের সৃষ্টি হয় । অভিযোগে প্রকাশ , বিগত জোট সরকারের আমলে প্রকাশিত গেজেটের ১ হাজার ১শ’ ১৮ নং ক্রমিকে অভিযুক্ত ইউসুফ আলীকে মুক্তিযুদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে । অথচ ইউসুফ আলীর এসএসসি সার্টিফিকেটে জন্ম তারিখ উল্লেখ আছে ৬ আগস্ট ১৯শ’৬৮ ইং । সার্টিফিকেটের বয়স অনুসারে মুক্তিযুদ্ধকালীন সময় তার বয়স মাত্র ৬ বছর । অভিযোগে আরও উল্লেখ করা হয় , গেজেটের ১ হাজার ৫০ নং ক্রমিকে মুক্তাগাছা পৌরসভাস্থ পাড়াটঙ্গীর মৃত মালে ফরাজীর পুত্র আবুল ফরাজী , ১ হাজার ৫১ নং ক্রমিকে একই এলাকার মোদক শেখ এর পুত্র আব্দুল গফুর এবং ৪হাজার ৪শ’১১ নং ক্রমিকে চর লাঙ্গুলিয়া গ্রামের জৈমত শেখের পুত্র আব্দুল শেখকে মুক্তিযুদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে । অথচ এরা সকলেই মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছেন । লিখিত অভিযোগে আতা ইলাইহী আরো অভিযোগ করেন , মুক্তাগাছা থানা আ’ লীগের সাবেক সভাপতি মৌলভী ইয়াকুব আলী, সাবেক এমপি মরহুম এড.শামছুল হক , আ’লীগের সাবেক সভাপতি আবু তাহের সরকার ছানা মিয়া, স্বর্গীয় শিশির কুমার রক্ষিত , বছির উদ্দিন, হাবিবুর রহমান লল, মরহুম শরাফ আল আজাদ, ইদ্রিস আলী সরকার , এমএবারী, আবু সাঈদ, শমশের আলী , মরহুম আব্দুল হক , নূর মাহমুদসহ অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক গেজেটে অন্তর্ভুক্ত হননি । এব্যাপারে মুক্তিযুদ্ধের সংগঠক , সাবেক গণপরিষদের সদস্য ও সাবেক পৌরসভার চেয়ারম্যান খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা জানান , বিষয়টি অনাকাঙ্খিত ও দুঃখ জনক । মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. ইদ্রিস আলী জানান , গেজেট সংশোধনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করা জরুরী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন