photo

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে কোন বহিরাগত প্রার্থীকে মনোনয়ন না দেয়ার দাবী


মুক্তাগাছা সংবাদদাতা : ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে কোন বহিরাগত প্রার্থীকে নয় স্থানীয় প্রার্থীকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়েছে। শহরের আটানী বাজারে অনুষ্ঠিত এক কর্মী সভায় এ দাবি জানানো হয়। শুক্রবার উপজেলা আওয়ামীলীগের বিদায়ী কমিটির সভাপতি প্রবীণ নেতা আবু তাহের সরকার ছানা মিয়ার সভাপতিত্বে ঐ কর্মী সভায় এমপি কেএম খালিদ বাবুকে বহিরাগত ও যুদ্ধাপরাধী রাজাকার আলবদরের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়। তাকে মনোনয়ন না দেয়ার দাবী জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক খোন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহ, বিটিভির সংবাদ পাঠিকা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তাহমিনা জাকারিয়া, মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রত্যাশী দেবাশীষ ঘোষ বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী কমান্ডার অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ, পৌর পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কাসেম, আওয়ামীলীগের প্রবীণ নেতা বছির উদ্দিন, আব্দুল হাই মাস্টার, আব্দুল মান্নান মাস্টার, সাবেক ছাত্র নেতা মুশফিকুর রহমান মশিউর, সিদ্দিকুজ্জামান সিদ্দিক, সুলতান মাহমুদ ছিলু, ডা. আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, শ্রমিক নেতা আহমেদ ইমতিয়াজ হবি প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে বর্তমান এমপি কেএম খালিদ বাবুকে মনোনয়ন দেয়া হলে দলের ভরাডুবি হবে উল্লেখ করে মুক্তাগাছায় যার জন্ম এমন কাউকে মনোনয়ন দেয়ার দাবী জানান। সেই সাথে তারা যে কোন প্রক্রিয়ায় খালিদ বাবুকে প্রতিহত করার ঘোষণা দেন। - See more at: http://www.mymensinghbarta.com/?p=7039#sthash.tSMXTlIp.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন