photo

সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় হাঁস পালন বাড়ছে


মুক্তাগাছা (ময়মনসিংহ ) সংবাদদাতা মুক্তাগাছায় হাঁস পালন দিন দিন বাড়ছে। বিল অঞ্চল, উন্মুক্ত জলাশয় এবং মাছের খামারে হাঁস লালন পালন করে সংসারের বাড়তি আয় করছেন অনেকেই। উপজেলার ঘোগা, কাশিমপুর, দুল্লা, বড়গ্রাম, তারাটি, বাঁশাটি, খেরুয়াজানী, কুমারগাতা, বড়গ্রাম, মানকোন প্রভৃতি গ্রাম ঘুরে দেখা যায়, বেকার যুবক-যুবতী, বৌ-ঝি এমনকি ছেলে-বুড়োরাও এই হাঁস লালন-পালনের সাথে জড়িত। চাহিদা পূরণ হচ্ছে ডিম ও মাংসের। হাঁস লালন-পালনকারীরা জানান, প্রথমে ৫/৬টি হাঁস লালন-পালনের মধ্যদিয়ে যাত্রা শুরু করেন। লাভজনক হওয়ায় পরে তা বাড়তে বাড়তে শ' শ' হয়েছে। হাঁস পালনে খরচ কম। ডিম দেয়া পর্যন্ত একটি হাঁস পালনে খরচ হয় ৮০ থেকে ১শ' টাকা। ৪/৫ মাস বয়স হলে একটি হাঁস আড়াইশ' থেকে দু'শ' আশিটি ডিম দেয়। দুল্লা গ্রামের কৃষক রিয়াজুল জানান, তিনি তার মাছের খামারে হাঁস লালন-পালন করে প্রচুর টাকা আয় করছেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রানা মিয়া জানান, হাঁস লালন-পালন রোগ-ব্যাধির প্রতিকার বিষয়ক সরকারিভাবে ট্রেনিং দেয়া হয়। ( লেখাটি পড়া হয়েছে ৪৯ বার ) ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০১৪, ৩০ পৌষ ১৪২০, ১১ রবিউল আওয়াল ১৪৩৫ About Us Advertise Copyright and Trademark Contact Us ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে আনোয়ার হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: ittefaq@bangla.net, সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন