photo

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় আবারও দিনে- দুপুরে দুঃসাহসিক চুরি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা শহরে পাড়াটঙ্গীতে রবিবার খালি বাসায় দিনে দুপুরে আবারও দু”সাহসিক চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ১০ ভরি স্বর্ণালংকার , নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে । ভুক্তভোগী বাবুল দাস জানান, সস্ত্রীক দম্পতি চাকুরীজীবি হওয়ার সুবাদে বাসা তালঅবদ্ধ করে রেখে দিয়ে কর্মস্থলে যান । ফিরে এসে দেখেন তালঅ ভেঙ্গে ফেলেছে চোরচক্র । এব্যপারে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে । উল্লেখ্য যে, ইতিপূর্বে অনুরুপ একটি চুরি সংঘটিক হয় । মুক্তাগাছা শহরে খালি বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ পাঁচ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। বুধবার নন্দীবাড়ি দরগা রোডের দোকানের কর্মচারী নজরুলের বাসায় ঘটনাটি ঘটে। নজরুলের স্ত্রী গৃহিনী নাজমা জানিয়েছেন, বুধবার বেলা দুইটার দিকে বাসার ঘর, বারান্দা ও গেইটে তালা লাগিয়ে বাসা থেকে তিনি বের হয়ে যান। দুই ঘণ্টা পর গেইট খুলে বাসায় ঢুকে বারান্দার গ্রিল ও ঘরের দরজার তালা খোলা দেখতে পান। তারপর ঘরে ঢুকে আলমারির ড্রয়ারও ভাঙা দেখতে পান। তিনি জানিয়েছেন, ড্রয়ারে রাখা পাঁচ হাজার টাকা ও তিন ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার মূল্যবান মালামাল চোরেরা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারণা, ঘরের সঙ্গে থাকা সুপাড়ি গাছ বেয়ে চোরেরা বাসায় প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন