photo

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় কমে যাচ্ছে নিরীহ প্রাণী কাঠবিড়ালী


স্টাফ রিপোর্টার : বাসস্থান সংকট , খাদ্যাভাব , কীটনাশক প্রয়োগ ও জলবায়ুর পরিবর্তনের কারণে মুক্তাগাছায় দিন দিন কমে যাচ্ছে কাঠবিড়ালীর সংখ্যা । জানা যায় , কাঠবিড়ালীর ইংরেজী নাম :Hoary-bellied Himalayan Squirrel/ Irrawaddy Squirrel বৈজ্ঞানিক নাম : Callosciurus pygerythrus ।এক সময় মুক্তাগাছার প্রতিটি গ্রাম গঞ্জের গাছ পালায় নিরীহ নয়নাভিরাম এই প্রাণীটিকে হরহামেশাই দেখা যেতো । ১০/১২ ইঞ্চির প্রাণীটির গাছে গাছে ছিল অবাধ বিচরণ । লম্বাটে শরীরের স্তন্যপায়ী প্রাণী কাঠবিড়ালীর সামনের ছোট দুই পায়ের দীর্ঘ লেজ ঘন পশমে ঢাকা । প্রখর দৃষ্টি শক্তি সম্পন্ন এই প্রাণীর পায়ের আঙ্গুলে ধারালো নখ দিয়ে লেজ গুটিয়ে মুহুর্তে যে কোন গাছের আগায় উঠে যায় । ফল , খেজুরের রস, বীজ এদের প্রিয় খাবার । খাওয়ার ভঙ্গি মানুষের দৃষ্টিকাড়ে । মুক্তাগাছা বন বিভাগের রসুলপুর রেঞ্জার জানান , আবাসস্থলের গাছ সুরক্ষায় সকলে এগিয়ে এলেই এদের রক্ষা সম্ভব । ছবি ক্যাপশণ : গাছে গাছে কাঠবিড়ালী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন