photo

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় - ফুলবাড়িয়া সড়কের বেহাল দশা


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা - ফুলবাড়িয়া সড়কের বেহাল অবস্থা । সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এ রাস্তাটি ৩/ ৪ বছর আগে সংস্কার হওয়ায় পর আবারও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে । উপজেলা দুটির একমাত্র যোগাযোগ ব্যবস্থা এ সড়কের দূরত্ব ১৬ কিলোমিটার । এটি উপজেলা দুটির একমাত্র যোগাযোগ ব্যবস্থা সড়কের মাঝখানে ৬ কিলোমিটার রাস্তার করুণ অবস্থা পরিলক্ষিত হয় । কার্পেটিং উঠে গিয়ে ইট সুড়কি বেড়িয়ে পড়েছে । প্রায় ২০টি পুকুরের পাড় ধ্বসে ক্ষতির সন্মুখীন এই রাস্তা । যান চলাচল করছে ঝুঁকি নিয়ে । সড়কের দুপাশে মাঝে মধ্যে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাতœক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে । এই সড়কের পাশেই রয়েছে ৫টি বড় বাজার, ২০টি রাইস মিল, ৩ টি ইটভাটা, ৪ টি স’মিল, ৪টি হাইস্কুল, ১৪টি প্রাইমারী স্কুল ,৫টি ইটভাটা । প্রতিদিন শ’শ” ট্রাক, বাস, মেক্সি , রিকশা ভ্যানসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে । স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীসহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা- ফুলবাড়িয়া সড়কে প্লাস্টার উঠে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন