photo

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় শুকনো পদ্ধতিতে উৎপাদিত বোরো বীজতলা বাড়ছে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় বৈরি আবহাওয়াকে সামাল দেয়ার উপযোগী পদ্ধতি বোরো বীজতলা তৈরিতে কৃষকের আগ্রহ বাড়ছে । বীজতলা রক্ষা রএই পদ্ধতিতে উৎপাদনে বিভিন্ন লাভ পাচ্ছেন কৃষক । পানি , সেচ ও সার ছাড়াই এই বীজতলা তৈরি করা হয় । এছাড়াও বীজতলা তৈরিতে জমি কম লাগে , মাত্র ৩০ দিনেই মে ধ্যই চারা বেড়ে উঠে , কামলার প্রয়োজন পড়েনা রোগ বালাই মুক্ত । কৃষি বিভাগ জানায় , রসযুক্ত মাটি নির্বাচনের মাধ্যমে জৈব সারে মাটি ঝুর ঝুর করে মেশানোর পর ভালোভাবে ভেজানো বীজ ছিটিয়ে দিয়ে পলিথিনে বীজতল ঢেকে দিয়ে হয় । গোবিন্দবাড়ি গ্রামের কৃষক আন্নেস আলী জানান, কৃষি বিভাগের মাধ্যমে তারমত অনেকেই এখন শুকনো পদ্ধতিতে বীজতলা তৈরি করছেন । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : দুল্লা গ্রামে শুকনো পদ্ধতির একটি বোরো বীজতলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন