photo

রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪

মুক্তাগাছায় নির্ঘুম রাত কাটাচ্ছে পুলিশ


মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা দেশের অন্যান্য থানার চাইতে মুক্তাগাছার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি থানা ও শহর ফাঁড়ি পুলিশ বলতে গেলে একরকম নিঘুম রাত কাটাচ্ছেন। সাম্প্রতিক সময়ে হরতাল, অবরোধ ও ১০ জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়ে মহাব্যস্ত হওয়ায় এ অবস্থার শিকার হচ্ছেন তারা। পরিবারের সদস্যদের সময় দিতে না পারায় পারিবারিকভাবেও অবহেলিত হয়ে পড়ছেন । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য জানান, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভিআইপি ডিউটি, থানা ও ফাঁড়ি এলাকায় চুরি, ডাকাতি, খুন, আত্মহত্যা, লাশ উদ্ধার প্রভৃতি মামলার তদন্ত কাজ সঠিকভাবে সম্পাদন করতে হয়। এখন হরতাল অবরোধের কারণে তা ব্যাঘাত ঘটছে। হরতাল আহবানকারীদের নাশকতা ঠেকাতে এবং মানুষের জানমাল নিরাপত্তা দিতে রাত দিন ২৪ ঘন্টা টানা ডিউটি পালন করতে হচ্ছে। ( লেখাটি পড়া হয়েছে ৫৯ বার ) ShareThis Facebook Google + Tweet LinkedIn Email Beshto ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪, ২৫ পৌষ ১৪২০, ০৬ রবিউল আওয়াল ১৪৩৫ The Daily Ittefaq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন