স্টাফ রিপোর্টার : সুশাসনের জন্য গণতন্ত্র (সুজন) এর উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১২ টায় নন্দীবাড়ি স্টেডিয়ামে ভোটারের প্রত্যশা , প্রার্থীর করণীয় শীর্ষক উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা সভাপতি নজরুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন (আনারস ), ইসাহাক আলী সরকার ( মোটর সাইকেল) , ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী পলাশ (মাইক) , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার দিলু (কলস) , আজিজা রহমান (হাঁস) , রশিদা বেগম সেলাই মেশিন) । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজনের মিনহাজুল ইসলাম , আসাদ শামীম , লাভলী কায়সার প্রমুখ । চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন বলেন , আমরাই দমনের জোগাড় । পুলিশ আমাদের ১শ’ নেতা কর্মীকে গ্রেফতার করবে । নির্বাচনের দিন কেন্দ্রে গোলমাল করবে । এখন নিজের জীবনের নিরাপত্তা নেই । প্রতিশ্রুতি কি দিব । পুলিশ দলীয় হয়ে কাজ করছে । রাষ্ট্রীয় আইন শৃংখলা বাহিনী আমার সাথে নেই । নির্বাচনে দুঃশাসন চালাবে এটা নিশ্চিত । নির্বাচিত হলে সামাজিক ভাবে সকল অনৈতিক কর্মকান্ড প্রতিহত করব । চেয়ারম্যান প্রার্থী ইসাহাক আলী সরকার বলেন , আমি বাঘের বাচ্চা । রক্ত দিয়ে হলেও সন্ত্রাস মোকাবেলা করব ।
ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : প্রার্থী ও ভোটারদের অংশগ্রহনে মত বিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন বক্তব্য দিচেচ্ছন photo
মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
মুক্তাগাছায় প্রার্থী ও ভোটারদের অংশগ্রহনে মত বিনিময় সভা
স্টাফ রিপোর্টার : সুশাসনের জন্য গণতন্ত্র (সুজন) এর উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১২ টায় নন্দীবাড়ি স্টেডিয়ামে ভোটারের প্রত্যশা , প্রার্থীর করণীয় শীর্ষক উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা সভাপতি নজরুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন (আনারস ), ইসাহাক আলী সরকার ( মোটর সাইকেল) , ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী পলাশ (মাইক) , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার দিলু (কলস) , আজিজা রহমান (হাঁস) , রশিদা বেগম সেলাই মেশিন) । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজনের মিনহাজুল ইসলাম , আসাদ শামীম , লাভলী কায়সার প্রমুখ । চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন বলেন , আমরাই দমনের জোগাড় । পুলিশ আমাদের ১শ’ নেতা কর্মীকে গ্রেফতার করবে । নির্বাচনের দিন কেন্দ্রে গোলমাল করবে । এখন নিজের জীবনের নিরাপত্তা নেই । প্রতিশ্রুতি কি দিব । পুলিশ দলীয় হয়ে কাজ করছে । রাষ্ট্রীয় আইন শৃংখলা বাহিনী আমার সাথে নেই । নির্বাচনে দুঃশাসন চালাবে এটা নিশ্চিত । নির্বাচিত হলে সামাজিক ভাবে সকল অনৈতিক কর্মকান্ড প্রতিহত করব । চেয়ারম্যান প্রার্থী ইসাহাক আলী সরকার বলেন , আমি বাঘের বাচ্চা । রক্ত দিয়ে হলেও সন্ত্রাস মোকাবেলা করব ।
ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : প্রার্থী ও ভোটারদের অংশগ্রহনে মত বিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হারুন বক্তব্য দিচেচ্ছন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন