photo

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় কুল চাষ করে অনেক চাষী সচ্ছল


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার আমোদপুর গ্রামের ক্ষুদ্র চাষী আজাহার উদ্দিন । জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে কুল চাষ করে হয়েছেন স্বাবলম্বী । আর্থিক স্বচ্ছলতা তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি । আজাহার বাড়ির পাশে এক একর জমিতে ১শ’টি কুল গাছ বাডিং এর মাধ্যমে উন্নত জাতে পরিণত করেন । বিগত ১ যুগ ধরে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করছেন । আজাহার কুল বাগানে সাথী ফসল হিসাবে হলুদ, আদা , মূলা প্রভৃতি ফসলও চাষ করছেন । আজাহারের সাফল্যে একই গ্রামের চাষী মুছলেম উদ্দিন, আবুল কাশেম, আ: হাই , কলম আলীসহ আরও অনেকে আজাহার উদ্দিনের বাগান থেকে কুল সংগ্রহ করে ২০ একর জমিতে বাগান আকারে হাজার হাজার অনুন্নত কুল গাছ উন্নত কুল গাছে পরিণত করেছেন । একই ভাবে উপজেলার গাবতলী , চেচুয়া , পদুরবাড়ি, ঘোগা , দাওগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে উন্নত জাতের কুল আর কুল । কুল কিনতে ঢাকা ,চট্রগ্রাম ও সিলেট থেকে মুক্তাগাছায় আসছে শ’ শ’ পাইকার । কৃষকরা জানান , গাবতলী , চেচুয়া , নতুন বাজারসহ বিভিন্ন স্থানে বসানো হচ্ছে কুলের বাজার । কুলের ন্যায্যমূল্য পাওয়া যায় বলে প্রতিবছরই বাড়ছে কুল চাষ । কৃষকের আয় হচ্ছে কোটি কোটি টাকা । উপজেলা কৃষি অফিস জানায় , কুলের রোগ বালাই প্রতিকার বিষয়ক ধারনা প্রদান করা হয় কৃষকদের । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : গাবতলী বাজার থেকে পাইকাররা কুল কিনে নিয়ে যাচ্ছে (১) কালিবাড়ি গ্রামে একটি কুল বাগান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন