photo

বুধবার, ২৬ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় গম কাটা শুরু


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছার সর্বত্র গম কাটা শুরু হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে গমের । চলতি মৌসুমে ১ হাজারেরও অধিক জমিতে গমের চাষ করা হয় । সরেজমিনে লাঙ্গুলিয়া , নন্দিবাড়ি , বড়গ্রাম, কুমারগাতা অঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকরা গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটচ্ছেন । উপজেলা কৃষি অফিস জানায়, গম চাষাবাদে কৃষকদের উন্নত প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে ধারণাসহ সার্বিক সহযোগীতা প্রদান করা হয়েছে । কৃষকরা জানান , ন্যায্যমূল্য পাওয়া গেলে একই জমিতে আগামী বছরও গমের চাষ করা হবে । ছবি ক্যাপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) : লঙ্গুলিয়া গ্রামে ক্ষেতের গম কাটছেন কৃষক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন