photo

রবিবার, ৯ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় আরবের ফল আলু বোখারা গাছ ফুলে ফুলে ঢাঁকা


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় আলু বোখারা গাছ এখন ফুলে ফুলে ঢাঁকা । চৌরঙ্গীর মোড সংলগ্ন শওকত আলী আরব দেশের জাত এই ফলের চাষ করেন । গত বছর আলু বোখারা চাষ করে তিনি ভালো ফলন পেয়ে ছিলেন । তিনি এই ফল গাছের চারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে চাষ শুরু করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন