photo

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

মুক্তাগাছায় বিনোদন কেন্দ্র সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাচ্ছে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় চিত্ত বিনোদনের প্রধান কেন্দ্রস্থল সিনেমা হলগুলি ক্রমবর্ধমান লোকসানের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে । উপজেলায় ৬টি সিনেমা হলের মধ্যে ৩টি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে । বাকী ৩টি চলছে খুড়িয়ে খুঁড়িয়ে । সম্প্রতি মুক্তাগাছার সর্বপ্রাচীন রুমা সিনেমা হলের সামনের অংশে গড়ে তোলা হয়েছে দোকানপাট । জানা যায়, হলগুলিতে প্রদর্শিত সিনেমায় রুচিশীল কাহিনী আর বাহ্যিক সুষ্ঠু পরিবেশ না থাকায় ক্রমশ কমতে থাকে দর্শক । তাছাড়া স্যটেলাইটের প্রভাবে মানুষ বাড়িতে বসেই দেখতে পান সিনেমা । চেচুয়া, বাঘমারা ও শহরের ঝলক ও রানা সিনেমা হলে একসময় দর্শকের পদচারণায় মুখরিত থাকতো । এখন বন্ধ হয়ে যাওয়ায় হলের স্থানে মার্কেট , বাড়ি ঘর গড়ে উঠছে । এখনও টিকে থাকা মুন ও রুমা সিনেমা হলের কর্তৃপক্ষ জানান , চলচিত্র শিল্পটি বাঁচাতে ঘন ঘন সিনেমা পরিবর্তন করতে হচ্ছে । এতে লাভ খুব বেশী না হলেও ব্যবসা ধরে রাখাটাই মূখ্য বিষয় হয়ে দাড়িয়েছে । সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মচারীরা বেকার হয়ে পড়ায় অন্য পেশায় যোগ দিয়েছেন । বিনোদন প্রেমীরা জানান, ভালো পরিবেশ ও আকর্ষনীয় চলচিত্র প্রদর্শন করা হলে এখনও সিনেমা হলের ব্যবসা পুরুদ্ধার সম্ভব । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : সর্বপ্রাচীন রুমা সিনেমা হলের সামনে দোকান নির্মাণ করা হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন